চৌগাছায় ছাত্রলীগের নেতা শামীম রেজা চাঁদাবাজি মামলায় আটক

0
266

চৌগাছা (যশোর) সংবাদদাতা :যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক শামীম রেজাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুুপুরে তাকে নিজ বাড়ি থেকে একটি চাঁদাবাজি মামলায় আটক করা হয় বলে জানা গেছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার অনুসারীরা বাজারে মিছিলের চেষ্টা করলে পুলিশের উপস্থিতিতে তা বন্ধ হয়ে যায়। তার আটকের ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে।
সূত্র জানায়, চৌগাছা উপজেলা ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক শামীম রেজাকে একটি চাঁদাবাজি মামলায় আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার মন্মতপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আওরঙ্গজেব চুন্নুর ছেলে। আটক শামীম রেজার পিতা আওরঙ্গজেব চুন্নু জানান, শামীম রেজা সহ পরিবারের সকলেই দুপুরের খাবার খেতে বসি। এ সময় থানার এসআই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়িতে হাজির হয়। তিনি বলেন, ওসি সাহেব শামীমকে থানায় যেতে বলেছে। কি কারনে জানতে চাইলে পুলিশ বলেন, তার নামে থানায় একটি চাঁদাবাজি মামলা আছে সেই মামলায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আওরঙ্গজেব চুন্নু বলেন, শামীমের সাথে একই গ্রামের ইমরান হোসেনর ব্যবসা সক্রান্ত একটি বিরোধ চলছে। ইমরান হোসেন সেই ঘটনা নিয়ে সম্প্রতি যশোর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনও করে। ঘটনাটি নিয়ে আমি থানা পুলিশের সাথে আলোচনা করেছি এবং আজ বুধবার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির বাসায় বসার কথা আছে। কিন্তু তার আগেই আমার ছেলেকে পুলিশ আটক করে নিয়ে গেছে। এটি একটি গভীর ষড়যন্ত্রেরই অংশ বলে আমি মনে করছি। থানার এসআই সালাউদ্দিন আহমেদ জানান, তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা আছে, সেই মামলায় আটক করে বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here