চৌগাছায় গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করলেন জেলা প্রশাসক

0
374

মুকুরুল ইসলাম মিন্টু ,চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘আশ্রয়ণ-২’ প্রকল্পের অধীন ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ শীর্ষক উপ-প্রকল্পের আওতায় উপজেলায় ১১টি ইউনিয়নে নির্মিত ঘরের চাবি গৃহহীনদের মাঝে হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় এ উপলক্ষ্যে ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর মন্ডলপাড়ায় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সকলে প্রাপ্ত ঘর ও টয়লেট সুন্দর রাখবেন। এখন থেকে গৃহহীন বলে কেউ আর কথা বলবেনা। এই ঘরের মালিক এখন আপনারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘর দিলেন, সেই ঘরে পরিবার নিয়ে আপনারা বসবাস করবেন। উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের ম্যানেজার বিশ্বজিৎ কুমার, ফুলসারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোবহানুল আলম বাবু, ইউপি সদস্য আবুল কাশেমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে জেলা প্রশাসক গৃহহীন তাহাজ শেখ (৬৫) ও হাশেম আলীর (৬৩) হাতে ঘরের চাবি তুলে দেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here