চৌগাছায় এসিআই কোম্পানীর নকল কীটনাশক জব্দ প্রতারিত হচ্ছেন কৃষক

0
412

মুকুরুল ইসরাম মিন্টু চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছার কয়ারপাড়া বাজার থেকে এসিআই কোম্পানীর নকল কীটনাশক জব্দ করেছে সংশ্লিষ্ঠ কোম্পানীর লোকজন। সোমবার বিকালে বাজারের একটি দোকান থেকে ওই কীটনাশক উদ্ধার করা হয়। তবে এটি একটি ষড়যন্ত্র বলে মনে করছেন ওই ব্যবসায়ী ও ইউপি সদস্য গোলাম মোস্তফা।
সূত্র জানায়, প্রতি বছর ইরি বরো মৌসুমে ভেজাল সার কীটনাশকে সয়লাব হয়ে যায় গোটা উপজেলা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বেশ কিছু দিন ধরে এলাকায় প্রচার হয় এসিআই কোম্পানীর ভেজার কীটনাশক বিক্রি করছে কতিপয় ব্যবসায়ী। সেই সূত্র ধরে এসিআই কোম্পানীর সেলস প্রোমোশন অফিসার শাহআলম ক্রেতা সেজে কয়ারপাড়া বাজারের ইউপি সদস্য সার ব্যবসায়ী গোলাম মোস্তফার দোকানে যেয়ে এক কেজি ব্রিফার ৫জি ক্রয় করেন। তিনি কিছু দুর এসে ওই ব্রিফার নকল তা বুঝতে পারেন। বিকালে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি ওই দোকানে যান। কিন্তু খবর পেয়ে ব্যবসায়ী দোকান বন্ধ করে ছিটকে পড়েন। এসিআই কোম্পানীর প্রোমোশন অফিসার শাহআলম জানান, ব্যবসায়ী গোলাম মোস্তফার দোকানে এখনও ৮ কাটুন অর্থৎ ৮০ প্যাকেট এই ভেজাল ওষুধ রয়েছে। কৃষি অফিসের কর্মকর্তা ও এসিআই কোম্পানীর লোকজনসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও দোকান খুলতে পারেনি। মোবাইলে যোগাযোগ করা হলে ব্যবসায়ী মোস্তফার ছেলে মামুন হোসেন বলেন, তার বাবা একটি জরুরী কাজে যশোর গেছেন, আর আমি একটি প্রয়োজনীয় কাজে চৌগাছায় আছি তাই এখন দোকান খুলা সম্ভব হচ্ছেনা। ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষিকর্মকর্তা আলাউদ্দিন, তরুন বিশ্বাস, সাইফুল ইসলাম, নাজমুল হোসেন এবং এসিআই কোম্পানীর মার্কেটিং অফিসার রাশেদুল ইসলাম বলেন, এসিআই কোম্পানীর প্রতিটি পন্যে একটি নির্দিষ্ট লোগো আছে যা এই নকল এসিআই কোম্পানীর প্যাকেটে নেই। তাছাড়া দামেও রয়েছে ব্যাপক পার্থক্য। এই ব্যবসায়ী নকল পন্য বিক্রি করছে তাই আমরা এসেছি। কিন্তু তিনি দোকান বন্ধ করে রেখেছে। এবিষয়ে ব্যবসায়ী গোলাম মোস্তফার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নকল বা আসল আমি চিনি না। একজন ব্যক্তি মোটরসাইকেলে এসে বলেন, এটি এসিআই কোম্পানীর মাল তাই আমি ক্রয় করেছি। এখানে আমার দোষ কোথায় ?

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here