চৌগাছায় এনজিওর টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এক দিনমজুরের আত্মহত্যা

0
737

চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছায় এনজিও টাকা দিতে ব্যর্থ হয়ে এক দিন মজুর আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার ধুলিয়ানী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত বিকাশ অধিকারী (৪২) ধুলিয়ানী গ্রামে শ্বশুরের বাড়িতে থাকতেন।
নিহতের স্বজনরা জানান, বিকাশ অধিকারী যশোর সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা। বিবাহ সূত্রে তিনি চৌগাছা ধুলিয়ানী গ্রামে ঘর জামাই থাকতেন। সম্প্রতি তিনি দারুন অভাব অনাটনে পড়েন। এ কারনে উপজেলার আরআরএফ, আশা, গ্রামীণ ব্যাংকসহ বেশ কিছু এনজিও থেকে ঋন নেয়। ঋনের টাকা সময় মত পরিশোধে তিনি ব্যর্থ হতেন। একারনে প্রায় এনজিও কর্মীরা তার বাড়িতে যেয়ে বকাবাকি করতেন। শনিবার সকালে আশা এনজিওর কর্মীরা তার বাড়িতে যেয়ে টাকার কথা বলেন। কিন্তু বিকাশ অধিকারী টাকা দিতে ব্যর্থ হলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় বিকাশ অধিকারী বাড়ি থেকে বের হয়ে বিষপান করে অত্মহত্যা করেন। বিকাশ অধিকারীর স্ত্রী পারুল অধিকারী জানান, তিনি টাকা জোগাড় করার নাম করে বাড়ি থেকে বের হন। এ সময়ে আমি হাঁস মুরগী বিক্রি করে এনজিওর কিস্তির টাকা পরিশোধ করি। এর কিছুক্ষন পরে খবর পাই সে ধুলিয়ানী বাজারের পাশে বিষপান করেছে। সঙ্গে সঙ্গে তাকে মুমুর্ষ অবস্থায় চৌগাছা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে আশা চৌগাছা শাখার ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন ধুলিয়ানী গ্রামে আমাদের শনিবার কোন আদায় ছিলনা, সেকারনে আমার কর্মী ওই বাড়িতে যাওয়ার প্রশ্নই ওঠেনা। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here