চৌগাছায় এক ভিক্ষুককে বেধড়ক মারপিট, স্থানীয়দের মাঝে ক্ষোভ

0
256

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় সড়কের পাশে ভিক্ষাবৃত্তি করার সময় এক ভিক্ষুককে বেধড়ক মারপিট করে আহত করা হয়েছে। চলতি পথে দামি পাজারু জিপ গাড়ি থেকে নেমে চরম বেত্রাঘাত করে ওই গাড়িতেই উঠে তিনি চলে যান। বেত্রাঘাত করা ব্যক্তি কে তা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে চৌগাছা-যশোর সড়কের ডিভাইন সেন্টারের সামনে সড়কে। আহত ভিক্ষুক বিল্লাল হোসেন (৩৮) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার শফিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুড়ামনকাটির ভিক্ষুক বিল্লাল হোসেন বৃহস্পতিবার দিনভর চৌগাছা-যশোর সড়কের ডিভাইন সেন্টারের সামনের সড়কে শুয়ে ভিক্ষা করতে থাকে। বিকাল ৫ টার দিকে একটি পাজারুজিপ গাড়ি হঠাৎ ঘটানাস্থলে উপস্থিত হয়। এ সময় গাড়ি থেকে এক ব্যক্তি নেমে ওই ভিক্ষুককে একটি বেত দিয়ে বেধড়ক মারপিট করে গাড়িতে উঠে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জিপ গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে যশোর অভিমুখে চলে যায়। ভিক্ষুকের সমস্ত শরীরে ফুলা জখম রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের ধারনা সরকার চৌগাছা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করে সড়কে বিশাল বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। কিন্তু ভিক্ষাবৃত্তি সেই আগের মতই চলে যাচ্ছে। সরকারী কোন কর্মকর্তা সড়ক দিয়ে যাওয়ার সময় তার চোখে এই ভিক্ষাবৃত্তি পড়ে। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে এমন ভাবনায় তিনি হয়ত ওই ভিক্ষুককে বেধড়ক মারপিট করে চলে যায়। তবে যিনি মারপিট করেছেন তিনি কে, তার পরিচয় কি তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। এলাকাবাসি আহত ভিক্ষুককে সেখান থেকে উদ্ধার করে সিএনজির মাধ্যমে তার গ্রামের বাড়িতে পৌছে দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here