চৌগাছায় এক ঋষি পল্লীকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে স্মারকলিপি

0
226

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় এক ব্যক্তি একটি ঋষিপল্লীকে তাদের পৈত্রিক ভিটাবাড়ি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই না ওই ব্যক্তি ঋষিদের নামে মহামান্য আদালতে একাধিক মিথ্যা মামলাও করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ঋষি পল্লীর লোকজন সহ স্থানীয়রা উপজেলা নির্বার্হী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
সূত্র জানায়, উপজেলার সিংহঝুলী ইউনিয়নের শহীদ মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন একটি ঋষিপল্লী আছে। অন্তত ১৫/১৬টি পরিবার যুগযুগ ধরে তাদের পৈত্রিক ভিটাবাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তাদের বাসস্থান, শৌচাগার এমনকি মন্দিরের জায়গা দখল নেয়ার চেষ্টায় প্রাচীর দেয়। এ ঘটনায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীনের মধ্যস্থতায় তা এক প্রকার নিস্পত্তি হয়। কিন্তু হঠাৎ করেই গত ৯ জানুয়ারী ওই মহলটি ঋষিপল্লীর ৬ জনকে আসামী করে আদালতে মিথ্যা মামলা করে এবং সন্ত্রাসী দ্বারা তাদেরকে নানা ভাবে ভয় ভীতি প্রদর্শন করছে। এক প্রকার বাধ্য হয়ে ঋষি সম্প্রদয়ের লোকজন স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান, সেলিম মল্লিক, আনিছুর রহমান, হাসানুর রহমান, আজেহার দফাদার, রফিউদ্দিন, ইমরান খাঁন, সেলিম দফাদার, জাহিদুর রহমান, মমিনুর রহমান, আসাদুজ্জামান, কালু মল্লিক, শহর আলী, আব্দার রহামন, নজরুল মল্লিক সহ শতাধিক ব্যক্তির স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবাদত হোসেনের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here