চৌগাছায় একটি মাদ্রাসা থেকে সাবেক সভাপতির নাম ফলক ভেঙ্গে ফেলার অভিযোগ

0
437

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় একটি মাদ্রাসার গেটে লাগানো সাবেক সভাপতি ও আ’লীগ নেতার নাম ফলক অবৈধ ভাবে উঠিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমান সভাপতি এবং সংশ্লিষ্ঠ ইউপি সদস্য যোগসাজস করে এই ফলক ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চৌগাছার পীর বলুহ দেওয়ান দাখিল মাদ্রাসার সাবেক সভাাপতি আ’লীগ নেতা সোলইমান হোসেন। তিনি দীর্ঘ দিন অত্র প্রতিষ্ঠানে সদস্য ও সভাপতির দায়িত্ব অত্যান্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। তার দায়িত্বকালে মাদ্রাসার অভুতপূর্ণ উন্নয়নও হয়েছে, নির্মান করা হয়েছে প্রাচীরও। এসব নির্মান কাজ শেষে সভাপতি সোলাইমান তার উদ্বোধন করেন এই মর্মে একটি নাম ফলক পাথরের উপর খুদায় করে লিখে সেখানে তৈরী করা হয়। বর্তমানে তিনি ওই মাদ্রাসার সভাপতি হতে পারেনি। তার স্থানে সভাপতি হয়েছেন সাবেক মেম্বর আ’লীগ নেতা রবিউল ইসলাম রবি। সোলাইমানের অভিযোগ বর্তমান সভাপতি রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য মোঃ মিলন ও মাদ্রাসার নৈশ প্রহরী যোগসাজস করে ওই নাম ফলক উঠিয়ে ফেলেছে। এ ঘটনা নিয়ে স্থানীয় আ’লীগের দু’পক্ষের মধ্যে বেশ উত্তেজনা লক্ষ্য করা গেছে। এ বিষয়ে মাদ্রসা সুপার সিরাজুল ইসলাম জানান, ওই নাম ফলকটি আমি নিজে হাতে তৈরী করি। সেটি কে বা কারা ভেঙ্গে ফেলায় আমি বেশি কষ্ট পাই। নামফলকটি স্থাপন করা উচিত বলে আমি মনে করি। ইউপি সদস্য মোঃ মিলন বলেন, নাম ফলকটি কে বা কারা ভেঙ্গে ফেলেছে জানিনা। তবে সাবেক সভাপতির নাম প্রতিষ্ঠানে রাখা যাবে না এমন কথা আমি বলেনি। বর্তমান সভাপতি রবিউল ইসলাম রবির সাথে যোগাযোগের জন্য তাকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

খবর৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here