চৌগাছায় ইয়াবা ও ফেনসিডিলসহ এক আওয়ামীলীগ নেতা আটক

0
265

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ইয়াবা ও ফেনসিডিলসহ এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রবিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে বিজিবি জোয়ানরা। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই সাইফুল ইসলাম। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সূত্র জানায়, রবিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলী ক্যাম্পের বিজিবি জোয়ানরা স্বরুপদাহ ইউনিয়নের দিঘড়ী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। নাসির উদ্দিন একজন চিহিৃত মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। এ সময় বিজিবি জোয়ানরা তার বাড়িতে প্রবেশ করে তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় বাড়িতে তল্লাসি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ফেনসিডিল উদ্ধার করেন বিজিবি জোয়ানরা। ওই রাতেই তাকে চৌগাছা থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় বিজিবি জোয়ানরা বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করেছেন। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, বিজিবি জোয়ানদের হাতে আটক আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। এর পূর্বেও সে একাধিকবার আটক হলেও জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় রমরমা মাদক ব্যবসা শুরু করেন। তার বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মাদক মামলা আছে বলে জানা গেছে। স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ আনোয়ার হোসেন তার আটকের বিষয়টি নিশ্চিত করে  বলেন, সে আগে অন্য রাজনীতি করতো, তবে বর্তমান সময়ে তিনি আওয়ামীলীগের সাথে চলাফেরা করে। তার কোন পদ পদবী আছে কিনা তা আমার জানা নেই।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here