চৌগাছাসহ এ জনপদের মানুষ সদ্য বিজয়ী সাবেক সেনা কর্মকর্তা নাসিরকে মন্ত্রী হিসাবে দেখতে চায়

0
328

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সাবেক সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ নাসির উদ্দিনকে মন্ত্রী হিসাবে দেখতে আধির আগ্রহে পথ চেয়ে আছেন এ জনপদের মানুষ। সৎ যোগ্য ও মানুষের জন্য নিবেদিত সদ্য বিজয়ী এই নেতা যদি মন্ত্রী হন তাহলে গোটা দেশ উপকৃত হবেন বলে মনে করছেন আওয়ামীগীসহ উপজেলার সচেতন মহল।
সূত্র জানায়, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ নাসির উদ্দিন। তিনি এ জনপদের মানুষের কাছে অতি আপনজন হিসাবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। মহান এই নেতাকে এবার মন্ত্রী হিসাবে দেখতে অধীর আগ্রহে আছেন নিজ দলসহ উপজেলার সর্বস্ত্ররের মানুষ। সূত্র জানায়, মেজার জেনারেল (অবঃ) মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ডোহার মাগুরা গ্রামে ১৯৫৫ সালের ১ জানুয়ারী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম সৈয়দ আলী বিশ্বাস ও মাতা বেগম খাইরুন্নেছা। ছোট বেলা থেকেই এই নেতা দেশ ও দেশের মানুষের প্রতি ছিলেন অতি দরদি। নাসির উদ্দিন ১৯৬৯ সালে যশোর মুসলিম একাডেমি স্কুল থেকে ১ম বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৭১ সালে সরকারী এমএম কলেজ থেকে ১ম বিভাগে এইসএসসি পাশ করার পর ১৯৮০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ এবং ১৯৯৬ সালে মেডিসিনের উপর মাষ্টার ডিগ্রী অর্জন করেন। ২০০৫ সালে তিনি এমফিল ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮২ সালে সেনাবাহিনীর অফিসার পদে যোগদান করেন। ২০১৫ সালে তিনি আর্মস ফোর্স এর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সেনা নায়কের পদ থেকে অবসরে যান। ছাত্র জীবন থেকেই এই নেতা রাজনৈতি শুরু করেন। ১৯৭০ সালে তিনি এমএম কলেজ ছাত্রলীগের নির্বাচিত সদস্য হন। ১৯৭৪ থেতে ১৯৮০ সাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের উপদেষ্টা মন্ডলির সদস্য। ছাত্রজীবনেই এই নেতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন। তিনি ৮ নং সেক্টরে বীরশ্রেষ্ট নুর মোহাম্মদের সাথে চৌগাছা ঝিকরগাছা অঞ্চলে যুদ্ধ করেন। এই নেতা দেশের ৫টি আর্মী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতায় বিশেষ ভুমিকা রাখেন। এ ছাড়া তিনি অসংখ্য সরকারী বে-সরকারী মেডিকেল কলেজে চিকিৎসা হিসাব ভূমিকা রেখেছেন। ব্যক্তি জীবনে মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসীকতার জন্য সমর পদক, জয় পদক, রণ তারকা পদক, জাতি সংঘের শান্তি মিশনে ইউএনপিস মেডেল ও ২০১১ সালে প্রেসিডেন্ট বডারগার্ড পদকে ভূষিত হন। মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন এবারের নির্বাচনে নৌকার কান্ডারী হওয়ায় আনন্দে আত্মহারা গোটা চৌগাছার মানুষ। তিনি কর্মজীবনে যে সাহসিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে অসংখ্য পদকে ভূষিত হয়েছেন, এবার জনপ্রতিনিধি হয়েও সেই সাফল্য অব্যহত রাখবেন বলে মনে করছেন সকলে। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল বলেন, আমাদের বর্তমান সংসদ সদস্য সম্পর্কে প্রসাংশা করা হলে তাকে ছোট করা হবে বলে আমি মনে করি। তিনি একজন মহৎ ব্যক্তি, তাকে আমরা এমপি হিসাবে পেয়ে ধন্য হয়েছি। এই সাহসি সৎ যোগ্য ব্যক্তি যদি বর্তমান সরকারের মন্ত্রী হন তাহলে আমার বিশ্বাস তিনি সফল হবেন, তাই আমরা তাকে মন্ত্রী হিসাবেই দেখতে চাই। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী বলেন, মেজার জেনারেল (অবঃ) মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন জননেত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্থাভাজন একজন ব্যক্তি। আমি মনে করি নেত্রী তাকে মন্ত্রী সভায় নিয়ে বৃহত্তর যশোরসহ গোটা দেশবাসিকে সেবা করার সুযোগ করে দিবেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here