চৌগাছার পাইলট হাইস্কুল ও বাজেখানপুর দাখিল মাদ্রাসা উপজেলার শীর্ষে একজনও পাশ করেনি একটি মাদ্রাসা থেকে

0
329

চৌগাছা (যশোর) সংবাদদাতা: চলতি এসএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলে বরাবরের মত যশোরের চৌগাছা শাহাদৎ মডেল মাধ্যমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে মোট ২১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২০০ জন উত্তীর্ণ হয়েছে। এ প্লাস ৬৭, এ গ্রেড ৭৪ জন। পাশের হার ৯৮ দশমিক ৫২। উপজেলার মোট ৪৪ টি মাধ্যমিক বিদ্যালয় হতে মোট ৩ হাজার ৪শ ৩৯ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৬শ ৪০জন পরীক্ষার্থী। মোট এ প্লাস পেয়েছে ১শ৪০ জন। অকৃতকার্য হয়েছে ৭শ ৯৯ জন। এরমধ্যে চৌগাছার হাজী মর্ত্তুজ মাধ্যমিক বিদ্যালয় থেকে এ প্লাস পেয়েছে ২৪ জন, মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় হতে ৫, মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয় হতে ৪, শিশুতলা মাধ্যমিক বিদ্যালয় হতে ৩, সলুয়া মাধ্যমিক বিদ্যালয় হতে ৩, কান্দি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে ৩ , গরীবপুর মাধ্যমিক বিদ্যালয় হতে ৩ ও চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় হতে ৩ জন এ প্লাস পাওয়ার গৌরব অর্জন করেছে। মাধ্যমিক বিদ্যালয় গুলোর ফলাফল সন্তোষজন হলেও চরম ভরাডুবি মাদ্রাসা গুলোতে। দাখিল পরীক্ষায় উপজেলার মোট ২১টি মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করে । উপজেলার শীর্ষে অবস্থান করছেন বাজেখাঁনপুর দাখিল মাদ্রসা। এই মাদ্রসার পাশের হার ৮৫ দশমিক ১৮ শতাংশ। চৌগাছার জেটিকেইউ দাখিল মাদ্রাসা হতে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি। মাদ্রাসা গুলোর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫শ ৮৫ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৩শ ৩৩ জন পরীক্ষার্থী, পাশের হার ৫৬.৯২ শতাংশ। অকৃতকার্য হয়েছে ২শ ৫২ জন। মাদ্রাসা থেকে কেউ এ প্লাস পাইনি।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here