চৌগাছার পশু হাট থেকে ভারতীয় গরু আটক

0
449

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার পশুহাট থেকে বিজিবি সদস্যদের গরু আটককে কেন্দ্র করে ব্যবসায়ী ও বিজিবি মুখোমুখি অবস্থান নেয়। কোন কারন ছাড়ায় বিজিবি জোয়ানরা পশুহাটে প্রবেশ করে ভারতীয় গরু বলে ৬টি গরু আটক করে নিয়ে যাওয়ার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। পরবর্তীতে এক জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। রবিবার সাপ্তাহিক হাটের প্রথম প্রহরে পশুহাট চত্তরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, সপ্তাহে দুই দিন রবি ও বুধবার চৌগাছায় পশু হাট বসে। হাটের দিন উপজেলা ছাড়াও পাশ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে এই হাটে শতশত পশু আসে এবং বেচা কেনা হয়। রবিবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অন্য দিনের হাটের চেয়ে বেশ আগে ভাগে হাটে পশু আসতে শুরু করে এবং কেনা বেচা শুরু হয়। হঠাৎ ৪৯ সি কোম্পানির উপজেলার সীমান্তবর্তী আন্দুলিয়া বিজিবির কোম্পানী কমান্ডার ফজলুল হকের নেতৃত্বে একদল বিজিবি জোয়ানরা পশুহাটে উপস্থিত হয়। এসময় তারা হাটের অভ্যান্তরে প্রবেশ করে ভারতীয় গরু অভিযোগে ৬টি গরু আটক করে। প্রতিটি গরু এ সময় হাটের খাটালে বাধা ছিল। ৬টি গরুর আনুমানিক মুল্য ৫ লক্ষ টাকা বলে ব্যবসায়ীদের দাবি। গরু নিয়ে যাবার সময় উত্তেজিত ব্যবসায়ী ও স্থানীয়রা বিজিবি সদস্যদের চোর চোর বলে ধাওয়া দিয়ে পিছু নেয়। মুহুর্তের মধ্যে এই খবর এলাকাতে ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সংশ্লিষ্ঠ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছাবিনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় উত্তেজিত জনতা বিজিবির সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং ৬টি গরুই তাদের নিকট থেকে ছিনিয়ে নেয়। অবস্থা খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেরে কোম্পানী কমান্ডার পাশ্ববর্তী মাশিলা বিজিবি ক্যাম্পে যোগাযোগ করে ওই ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্য ঘটনাস্থলে নিয়ে আসেন এবং গরু ৬টি পুনরায় আটক করে নিয়ে যায়। এ বিষয়ে হাট মালিক দেওয়ান আনোয়ারুল ইকবাল ডাবলু জানান, আমার হাট থেকে সীমান্তের দুরত্ব ১২ থেকে ১৫ কিলোমিটার। তিনি অভিযোগ করে বলেন গরু ব্যবসায়ীরা হাটে গরু নিয়ে আসার পর ভারতীয় গরু বলে পথে পথে প্রায়ই বিজিবি সদস্যরা হেনস্থা করছে। আজ হাটে এসেও তারা গরু আটক করে নিয়ে গেছে। এ ভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা কি ভাবে ব্যবসা করবে। পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন বলেন, সীমান্ত জুড়ে বিজিবি টহল থাকা স্বত্তেও কিভাবে ভারত থেকে বাংলাদেশে গরু প্রবেশ করে। প্রতি বছর ঈদ আসলে বিজিবি জোয়ানরা হাট থেকে গরু ধরে নিয়ে যায়। এর একটি সমাধান হওয়া উচিত। কোম্পানি কমান্ডার ফজলুল হক জানান, আটক ৬টি গরুই ভারতীয়। চোরাই পথে তা বাংলাদেশে এসেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজিবি জোয়ানরা সীমান্তে পাহারা দেয় সঠিক, কিন্তু তারা তো আর হাত ধরা ধরি করে সীমান্তে দাঁড়িয়ে থাকে না। রাতের আধারে আসতে পারে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here