চৌগাছাই ছিনতাইকারীদের কবলে মহেশপুরের পিআইও মটরসাইকেলসহ স্বর্ণালংকর খোয়া

0
224

চৌগাছা (যশোর; যশোরের চৌগাছায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা মটরসাইকেল, স্বার্ণালংকার, মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। সংশ্লিষ্ঠ ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা যাত্রী ছাউনীর সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন পাশ্ববর্তী মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেরুন্নেছা। তিনি নিজ কর্মস্থল মহেশপুর থেকে সন্ধার পরপরই তার স্বামীর সাথে মটরসাইকেল যোগে চৌগাছার উদ্যোশ্যে রওনা হয়। পথিমধ্যে চৌগাছার হাজরাখানা যাত্রী ছাউনীর সামনে পৌছালে তারা ছিনতাইকারীর কবলে পড়েন। সড়কের দুই পাশের গাছে দড়ি বেধে মটরসাইকেলের গতীরোধ করে ছিনতাইকারীরা। এ সময় তারা মটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাশের কাঁচা সড়ক দিয়ে উপজেলার পেটভরা দিকে চলে যায়। খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাইকারীদের আটক কিংবা খোয়া যাওয়া কোন মালামাল উদ্ধার হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ছিনতাইরীদের আটকে পুলিশ নিরালস ভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত ১১ জুন চৌগাছা-মহেশপুর সড়কের বালিগর্ত নামক স্থানে (মহেশপুর উপজেলার অর্ন্তগত) ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদাহ পরিবহনের একটি যাত্রীবাহি বাস ডাকাতের কবলে পড়ে। মাত্র চারজন ডাকাত ওই পরিবহনের যাত্রীদের নিকট থেকে সব কিছু ডাকাতি করে নিয়ে যায়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here