চেহারার বয়স কমাবে যে তেল!

0
778

খবর৭১ঃ
নিজেকে বেশি বয়সী বা চুল পেকে গেছে এমন দেখাক, এমনটা কেউ পছন্দ করেন না। এ জন্য অনেকে নিজের শরীর ও ত্বকের প্রতি অনেক যত্ন নিয়ে থাকেন। তবে পুরুষদের তুলনায় নারীরা নিজের প্রতি অনেক বেশি যত্ন নেন।

চেহারায় বয়সের ছাপ পড়া নিয়ে বেশিরভাগ নারীরা চিন্তায় পড়ে যান। এছাড়া আমাদের দেশের বেশিরভাগ নারীর বয়স ৩৫ হওয়ার পর থেকে চেহারায় বয়সের ছাপ পড়তে থাকে।

খাদ্যাভ্যাস, দূষিত আবহাওয়া, ধুলোবালি ইত্যাদির কারণে চেহারায় দ্রুতই বয়সের ছাপ পড়ে। আপনি হয়তো অনেক দামি কসমেটিসক ব্যবহার করেন। তবে আপনি জেনে অবাক হবে যে, একটি মাত্র ঘরোয়া উপাদান যা ব্যবহারে আপনার চেহারায় জ্যোতি ছাড়াবে। সেটি হলো নারিকেল তেল। নারিকেল তেলেই রয়েছে বলিরেখা আর কালো দাগছোপ দূরে রাখার অব্যর্থ গুণ!

যেভাবে ব্যবহার করবেন নারকেল তেল-

নারকেল তেল

মুখ ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। এরপর মুখে লেগে থাকা পানি ভালোভাবে মুছে নিন। পরে আঙুলের ডগায় সামান্য ভার্জিন নারিকেল তেল দিয়ে গোটা মুখে আর গলায় বৃত্তাকারে মাসাজ করুন। সারারাত তেলটা মুখে বসতে দিতে হবে। প্রতিরাতে শুতে যাওয়ার আগে এভাবে মুখে তেল মাসাজ করলে আপনার মুখে বয়সের ছাপ পড়বে না।

লেবু ও নারিকেল তেল

১ চা চামচ কাঁচা দুধে কয়েক ফোঁটা পাতিলেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এবার ১ টেবিল চামচ ভার্জিন নারিকেল তেল দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে দুই-তিন মিনিট মাসাজ করুন। তারপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

লেবুর রস ত্বক পরিষ্কার, ভিটামিন সি ত্বকের টানটানভাব বাড়িয়ে তুলে বলিরেখার উপস্থিতি চোখে পড়ার মতো কমিয়ে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here