চেতনা যুব পরিষদের সংবর্ধনা প্রদান গরীব দু:খী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে

0
425

খবর ৭১:প্রবাসে থাকলেও দেশের মানুষের কথা ভাবতে হবে। দেশের গরীব দু:খী মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে প্রবাসীদেরকে বাংলাদেশের গরীব দু:খী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে।
সিলেট চেতনা যুব পরিষদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা এ কথা বলেন। সংগঠণের কেন্দ্রিয় সভাপতি ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতা জুলকার নায়েন দেশে আগমন উপলক্ষে চেতনা যুব পরিষদের পক্ষ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে গতকাল মঙ্গলবার এ সংবর্ধনা প্রদান করা হয়।
চেতনা যুব পরিষদের ভারপ্রাপ্ত সহ সভাপতি আব্দুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠণের সহ সভাপতি রোটারিয়ান আব্দুল মোহিত দিদার, সহ সভাপতি আব্দুস ছোবহান আজাদ, জেনারেল সেক্রেটারি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এইচ,এম, হাফিজ কাওছার, হাফিজ আমিন উদ্দিন , এম, এ, মালেক খাঁন শাফি, ইসমত ইবনে ইসহাক, নজরুল ইসলাম, আলমগীর আহমেদ, ফয়ছল মাহমুদ প্রমুখ।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here