চুয়াডাঙ্গা জেলা কারাগারে দুদকের অভিযান

0
330

হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলা কারা­গারে ডাল সরবরাহের টে­ন্ডার প্রক্রিয়ায় অনি­য়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় জেলা কারাগারের বিভিন্ন টেন্ডারের ফাইলের অনুসন্ধান করে কিছু নথিপত্র জব্দ করা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) দুপুরে দুদকের চার সদস্যের একটি অনুস­ন্ধানী দল এ অভিযান চালায়।

জেলা কারাগারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৮ অক্টোবর) জেলা কারাগারের ডাল সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অনুসন্ধান চালিয়েছে দুদক। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার এমরান হোসেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, দুদকের হট লা­ইন ১০৬ নম্বরে ফোন করে চুয়াডাঙ্গা জেলা কা­রাগারে ডাল ক্রয় সংক্রান্ত একটি অভিযোগ জা­নানো হয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে বুধবার দুপুরে ওই কারাগারে অভিযান চালানো হয়। এ সময় দুদকের সদস্যরা ডাল ক্রয় সংক্রান্ত টেন্ডারের সব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন এবং এর মধ্যে কিছু নথিপত্র জব্দ করেন।

দুদকের কুষ্টিয়া অঞ্চ­লের সহকারী উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, চুয়াডাঙ্গা জে­লা কারাগারের বন্দিদের জন্য ডাল সরবরাহের টেন্ডারে অনিয়মের অভি­যোগের ভিত্তিতে এ অনু­সন্ধান চালানো হয়। অনুসন্ধানে অনিয়মের বিষ­য়ে বেশ কিছু তথ্য মেলায় কিছু নথিপত্র জব্দ করা হয়েছে। এগুলো আরও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নে­ওয়া হবে।

জেলা কারাগার সূত্র জানায়, চলতি বছর জেলা কারাগারের বন্দিদের ডাল সরবহারের জন্য পত্রিকায়  দরপত্র আহ্বান করা হয়। ওই টেন্ডারে চারজন ঠিকাদার অংশ নে­ন। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বনিন্ম দরদা­তা ঠিকাদারী প্রতিষ্ঠান শিহাব ডাল মিলের সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম মিনুকে সরকারী নিয়মানুযায়ী ঠিকাদার নিযুক্ত করা হয়। সোমবার (৮ অক্টোবর) টেন্ডার সংক্রান্ত সব কার্য সম্পন্ন করা হয়। সরকারি সব বিধি মেনে ডাল ক্রয় সংক্রান্ত টেন্ডার সপন্ন করা হয়েছে বলেও দাবি জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নজ­রুল ইসলামের।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here