চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয়তা পালিত

0
274

খবর৭১:হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । সোমবার ভোর রাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর সকাল ৮টায় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।পরে সকালে পুরাতন জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক আ: রাজ্জাক, সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও জেলখানা, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।এর আগে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দার সেলুন এমপি জাতীয় পতাকা উত্তোলন করেন।এবং রাতে জেলা শিল্পকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
অপর দিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সকাল ৮টার সময় একেযাগে প্রধান মন্ত্রীর সাথে দামুড়হুদা উপেজলায় পতাকা উত্তোলন করছেন চুয়াডাঙ্গা ২ আসনের এমপি হাজী আলী আজগর টগর,উপস্থিত ছিলেন দামুড়হুদা উপেজলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here