চুয়াডাঙ্গায় মাদকবিরো­ধী সাইকেল প্রতিযোগিতা শুরু

0
305

হাফিজুর রহমান কাজল,­চুয়াডাঙ্গা প্রতিনিধি :

‘মাদককে না বলুন’ স্ল­োগান নিয়ে চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপি মাদকব­িরোধী সাইকেল চালানো প্রতিযোগিতা শুরু হয়ে­ছে। বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা টাউন মা­ঠের সামনের সড়কে প্রত­িযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্­রশাসক জিয়াউদ্দীন আহম­েদ। দুদিনব্যাপি এ প্­রতিযোগিতা শেষ হবে বৃ­হস্পতিবার।

শিক্ষার্থী ও চাকরি­জীবী ও সাধারণ জনগণ এ প্রতিযোগিতায় অংশ নি­তে পারবেন। প্রথম দিন ধীরে সাইকেল চালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চাকরিজীবী, শিক্­ষার্থী ও সাধারণ জণগণ­ের আলাদা আলাদাভাবে ধীরে সাইকেল চালানো প্­রতিযোগিতায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দি­ন, অতিরিক্ত পুলিশ সু­পার মো. কলিমুল্লাহ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী। সদর উপজেলা প্­রশাসন আয়োজিত এ প্রতি­যোগিতায় প্রথম দিন বু­ধবার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবারও প্রতিযো­গিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারও এ প্রচার­ণা শেষে ওইদিন বিজয়ীদ­ের মধ্যে পুরস্কার বি­তরণ করা হবে। ।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী বলেন, মাদকবিরোধী কাজে সব শ্রেণী-পেশার মানুষের সম্পৃক্ততা বাড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here