চুয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত মিরাজুল নিহত : অস্ত্র ও গুলি উদ্ধার

0
222

খবর৭১:প্রতিনিধি চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা দামুড়হুদার গোবিন্দহুদায় পুলিশের সাথে ডাকাতদলের বন্দুকযুদ্ধে ডাকাত মিরাজুল নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। বুধবার রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদার গোবিন্দহুদা ঈদগা মাঠে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ ৯টি মামলা রয়েছে।

পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার আহসান হাবিব জানান, নিহত মিরাজুল ইসলাম মিরা দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত হাফেজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ডাকাত দলের সদস্য। বুধবার বিকালে ডাকাত মিরাজুল ইসলাম মিরাকে দামুড়হুদা হাতিভাঙ্গা গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। রাতে তার স্বীকারক্তীতে পুলিশ হাতিভাঙ্গা গ্রামে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। পথিমধ্য দামুড়হুদা গোবিন্দহুদা গ্রামের ঈদগা মাঠের কাছে পৌছালে তার অন্য সহযোগিরা মিরাজুলকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা করে। পরে ডাকাত দলের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হাটে। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় মিরাজুলকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here