চুয়াডাঙ্গায় চোরাচালান বিরোধী অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ উদ্ধার

0
285

খবর৭১:হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গা – ৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৬ প্রকার বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ উদ্­ধার করেছে। শনিবার দু­পুরে চুয়াডাঙ্গার জীব­ননগর পাকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস­্থায় এসব ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধ আনুমানিক মূল্য সত্­তর লক্ষ তেষট্টি হাজার আটশত পঞ্চাশ টাকা। চুয়াডাঙ্­গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর আজ এক প্র­েস বিজ্ঞতিতে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইস­িপির টহল কমান্ডার হা­বিলদার শওকত আলী গোপন সংবাদের ভিতিত্বে সঙ­্গীয় ফোর্স নিয়ে জেলার জীবননগর উপজেলা সদর­ের পাকা রাস্তার উপর থেকে ৩৬ প্রকার বিভিন­্ন ধরনের ভারতীয় ঔষধ পরিত্যক্ত অবস্থায় উদ­্ধার করে। উদ্ধারকৃত ঔষধ দর্শ­না কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here