চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত থেকে ৫ রোহিঙ্গা আটক

0
403

প্রতিনিধি চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত ভারতে যাবার সময় ৫ রোহিঙ্গা আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের দামুড়হুদায় থানায় সোর্পদ করা হয়েছে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, হারেজ, আলিম, আইয়াজ,সাকের ও ছদদক ৫জন রোহিঙ্গা শরনার্থী। এরা কক্্রবাজার কুতুপখালী নতুন ক্যাম্প ও জামতলী নয়া শরনার্থী ক্যাম্পে বসবাস করে আসছিল। আজ শুক্রবার দুপুরে তারা জয়নগর চেক পোষ্ট দিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ইমিগ্রেশন সদস্যদের সন্দেহ হলে বাংলাদেশী পাসপোর্টসহ তাদেরকে আটক করে। পরে তাদের দামুড়হুদা মডেল থানায় হস্তাস্তর করা হয়।
এরা বাংলাদেশের চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ ও ফেনি জেলার ৫ জনের ভুয়া ঠিকানা ব্যবহার করে দালালের মাধ্যমে পাসপোর্ট তৈরী করেছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here