চুয়াডাঙ্গার জীবননগরের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত ইমান আলী নিহত : অস্ত্র-গুলি উদ্ধার

0
285

প্রতিনিধি চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দ্দার ইমান আলী নিহত (৪০) হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও চাপাতি উদ্ধার করে পুলিশ। গতরাত (মঙ্গলবার দিবাগত রাত) ২টার দিকে উথলী ইউনিয়নের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হাটচাঁদপুর গ্রামের ফকর আলী ব্যাপারীর ছেলে। সে আন্তঃজেলা ডাকাতদল চক্রের প্রধান এবং শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার আহসান হাবীব জানান, জীবননগরের সন্তোষপুরে একটি আমবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাতদল। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট দুই পক্ষের গুলি বিনিময় হয়।
পরে ঘটনাস্থল থেকে ইমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় একটি শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি ককটেল ও পাঁচটি চাপাতি উদ্ধার করে পুলিশ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here