চুনারুঘাট ব্যবসায়ী নেতা হত্যার প্রতিবাদ হরতাল পালন

0
278

 
মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জর চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ও আহল সুনাত ওয়াল জামাত উপজলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল হাসন আকল মিয়া (৬৮) হত্যার প্রতিবাদ আজ বুধবার চুনারুঘাট অর্ধদিবস হরতাল পালন করা হয়ছ।চুনারুঘাটর ইতিহাস নজিরবিহীন হরতাল পালিত হয়ছ। হরতালর সময় সকাল থক হরতালর আওতামুক্ত ফার্মসী, খাবার দাকান ও জরুরী সবা প্রদান প্রতিষ্ঠানও খুলনি। সকাল সন্ধা হরতালর ডাক দিলও প্রশাসনর অনুরাধ বলা ১২ টার পর হরতাল প্রত্যাহার করা হয়ছ। একই সাথ প্রশাসনক ১০ দিনর সময় দওয়া হয়ছ। এর মধ্য হত্যা রহস্য উন্মাচন এবং আসামীদর গ্রফতার না করল পরর্বর্তীত বহত্তর কর্মসচী ঘাষনা করবন বল জানিয়ছ সর্বদলীয় সংগ্রাম কমিটি।হরতাল সময় শত শত অফিস ও গামী মানুষজন পায় হট কর্ম¯ল গিয়ছ। শহরর শতভাগ দাকানপাঠ বন্ধ ছিল। অতীত চুনারুঘাট কান সংগঠন এমন হরতাল পালন করত পারনি। সংগ্রাম কমিটি হরতালর সময় মধ্য বাজার সমাবেশ করে।সংগ্রাম কমিটির আহবায়ক আঃ সালাম তালুকদারর সভাপতিত্ব ও সদসদ্য সচিব সিদ্দিকুর রহমান মাসুদর পরিচালনয় সমাবশ বক্তব্য রাখন কমিটির উপদষ্টা সাবক উপজলা চয়ারম্যান আঃ কাদির ও, পর ময়র নাজিম উদ্দিন, সিএনজি মালিক সমিতির সভাপতি আঃ কাদির সরকার, মাওলানা মতিউর রহমান হলালী, মরহুমর ছল নাজমুল ইসলাম বকুলসহ বিভিন শ্রণীপশার নতবদ।২০ দিনও এ হত্যার মামলরা কান অগ্রগতি না থাকায় সর্বদলীয় সংগ্রাম কমিটি সামবার রাত এক পরামর্শ সভায় আজকর হরতালর ঘাষনা দিয়ছিল।উল্লখ্য, ১ মার্চ ভার হাজী আবুল হাসন আকল মিয়া বাল্লা রাডর তার নিজ বাসা থক মসজিদ আসার পথ দুর্বত্তর হামলায় নির্মমভাব নিহত হন। এ ঘটনায় ৪জনক আসামী কর একটি হত্যা মামলা দায়র করা হয়ছ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here