চুনারুঘাটে বিজিবির হাতে দুই মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

0
255

মঈনুল হাসান রতন,হবিগঞ্জ প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের বাসুল্লা চৌমুহনী এলাকা থেকে ২৯০ পিস ইয়াবাসহ আবজল (৩০) ও ফারুখ (৪৯) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আবজল গাজিপুর ইউনিয়নের ময়নাবিল কদমতলী গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে ও তার সহযোগী ফারুখ ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গোবরখলা গ্রামের ছন্দ মিয়ার ছেলে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আসামপাড়া বাল্লা সীমান্ত বডারগার্ড ৫৫ বিজিবি নায়েক রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। বিজিবির নায়েক রেজাউল করিম জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক ব্যবসায়ীদের হাতে নাতে থেকে আটক করা হয়। আবজল দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে সারা উপজেলাসহ পুরো জেলাব্যাপী ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল এমন সংবাদ বিজিবির কাছে ছিল। এরপর থেকেই হাতে নাতে ধরতে বিজিবি তৎপর হয়ে অনেকদিন ধরে তার পেছনে সোর্স লাগিয়ে রাখে। স্থানীয় লোকজন জানিয়েছে, এলাকাবাসী বিজিবির এ অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এধরনের অভিযান অব্যাহত থাকলে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না মাদক ব্যবসায়ীরা। এলাকার যুবসমাজ বিপথগামী হবে না। বিজিবির এধরনের অভিযান এলাকায় অব্যাহত রাখার দাবি তুলেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান বিকাল ৫টায় আসামীদের থানায় হস্তান্তর করেছে বিজিবি তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here