চুনারুঘাটে দলিল লেখকের বাড়িতে ডাকাতি ॥ ৮ লাখ টাকার মালামাল লুট

0
236

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামে দলিল লিখকের বাড়িতে দূর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এ সময় পরিবারের কর্তা দলিল লিখক বিষু লাল রায়কে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে ডাকাতদল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উল্লেখিত দিন দিবাগত রাত আড়াইটার সংঘবদ্ধ ডাকাতরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উপজেলার মুছিকান্দি গ্রামের মৃত হেমেন্দ্র লাল রায়ের পুত্র দলিল লিখক বিষু লাল রায়ের বসতঘরের গ্রীল কেঁটে ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং ওই পরিবারের কর্তা বিষু লাল রায়কে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিলে তাদেরকেও ডাকাতদল পিটিয়ে গুরুতর জখম করে। পরে ডাকাতরা বসতঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, এলইডি টিভি, মোবাইল ফোনসহ বসতঘরের সুকেচ ও ওয়ারডব ভেঙ্গে মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি আশেপাশের লোকজন আচ করতে পেরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং ডাকাতির ঘটনাটি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানকে অবহিত করলে তিনি একদল পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বিষু লাল রায় বাদী হয়ে কয়েকজনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here