চীনে কানাডিয়ান নাগরিকদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক সৃষ্টি হয়েছে

0
403

খবর৭১:চীনে ব্যবসা ও চাকরিসহ নানা কারণে বসবাসরত কানাডিয়ান নাগরিকদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি কানাডার সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে কয়েকজন কানাডিয়ানকে গ্রেপ্তার করেছে চীন।

কানাডিয়ান গ্রেফতারের ঘটনায় দেশটিতে বসবাসকারী সেদেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার বেইজিং জানিয়েছে, অবৈধভাবে কাজ করার অপরাধে তারা কানাডিয়ান নাগরিক সারাহ ম্যাকাইভারকে গ্রেফতার করেছে। এ নিয়ে তৃতীয় কানাডিয়ানকে গ্রেপ্তার করে চীন।

এর আগে জাতীয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দুই কানাডিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সাংহাই ভিত্তিক সফটওয়ার ডেভেলপার কমিউনিটি কোডারবাঙ্কারের প্রতিষ্ঠাতা রিকি এনজি এদাম বলেন, এখন অধিকাংশ কানাডিয়ান এদেশের তাদের যা আছে তা হারানোর ভয়, গ্রেফতার হওয়ার ভয়, চীনা কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশোধমূলক আচরণের ভয়ে রয়েছেন।

এর আগে কানাডার সাবেক কূটনীতিক মিখায়েল কোভরিগ ও চীনা ভিত্তিক ব্যবসা পরামর্শক মিখায়েল স্পাভেরকে ১০ ডিসেম্বর গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ সৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here