চীনা রাজনৈতিক দীক্ষাদান ক্যাম্পে উইঘুর পন্ডিতের মৃত্যু

0
268

খবর৭১:উইঘুর ইসলামিক পন্ডিত মুহাম্মদ সালেহ হাজিম চীনা রাজনৈতিক মত দীক্ষাদান ক্যাম্পে মারা গেছেন।

নির্যাতনের কারণেই তার মৃত্যু ঘটেছে বলে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস (ডব্লিউইউসি)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ডিসেম্বরে হাজিমকে (৮২) আটক করা হয় এবং তারপর থেকেই তাকে রাজনৈতিক মত দীক্ষা ও প্রপাগান্ডার আওতায় নিয়ে আসা হয়।

নির্বাসিত আন্তর্জাতিক উইঘুর কংগ্রেসের বিবৃতিতে জানানো হয়, হাজিম পবিত্র কোরআন আরবি থেকে উইগুর ভাষায় অনুবাদ করেছেন।

এতে বলা হয়, কারাবাসের সময় তাকে খুব সম্ভবত নির্যাতন করা হয়েছে।

উইগুর জনগণের উপর চীনা কর্তৃপক্ষের দমনপীড়ন, বিশেষকরে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে ব্যাপক অভিযানের মধ্যই হাজিমের মৃত্যু ঘটল। সূত্র: আনাদুলো এজেন্সি
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here