চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

0
249

খবর৭১: চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫০ বিলিয়ন ডলার শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেধাস্বত্ত্ব চুরির অভিযোগ তুলে আরোপিত এই শুল্ক আগামী ৬ জুলাই থেকে কার্যকর হবে।

নতুন এই মার্কিন সিদ্ধান্তের কারণে চীনের ৮০০-এর বেশি প্রযুক্তিনির্ভর পণ্যের ওপর এর প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের কারণে চীন কোনো পাল্টা ব্যবস্থা নিলে নতুন করে আরও পণ্যের ওপর ১৬ বিলিয়ন ডলার শুল্কারোপের কথাও জানিয়েছে হোয়াইট হাউস।

যদিও এরই মধ্যে চীন সমপরিমাণ পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। আর এতে করে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়ছে। ওয়াশিংটন চায়, আমেরিকার পণ্যের ডিজাইন ও ধারণার অনুকরণে পণ্য উৎপাদনের চর্চা বন্ধ করুক বেইজিং।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here