চীনকে উপেক্ষা করে উইঘুর মুসলিমদের তুরস্কে পাঠিয়েছে মালয়েশিয়া

0
275

খবর৭১ঃমালয়েশিয়ায় আটক হওয়া ১১ উইঘুর (চীনা নাগরিক) মুসলিমকে তুরস্কে পাঠিয়েছে দেশটি। চীন থেকে পালিয়ে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের দায়ে বন্দি ছিলেন তারা। গত বছর থাইল্যান্ডের কারাগার থেকে পালিয়ে মালয়েশিয়ায় গিয়ে আবার আটক হয়ে কারাগারে ছিলেন ওই ১১ জন।

চীন সরকার পক্ষ থেকে ওই ১১ জনকে হস্তান্তরের জন্য মালয়েশিয়ার কাছে অনুরোধ জানিয়েছিল। কিন্তু মাহাথির মোহাম্মদ সরকার চীনের অনুরোধ উপেক্ষা করে তাদেরকে তুরস্কে পাঠিয়েছেন।

তবে মালয়েশিয়ার সদ্যবিদায়ী নাজিব রাজাক সরকার ইতিপূর্বে উইঘুর মুসলিমদের চীনের কাছে হস্তান্তর করেছেন। কিন্তু এবার মানবিক কারণ দেখিয়ে তাদের ফেরত দেয়নি মাহাথির মোহাম্মদ সরকার।

ওই ১১ জন উইঘুর গত ৪ বছর আগে থাইল্যান্ডের কারাগারে অন্তরীণ হয়েছিলেন। গতবছর থাইল্যান্ডের কারাগার থেকে পালিয়ে তারা মালয়েশিয়া প্রবেশ করে।

উইঘুর সম্প্রদায়ের ওই ১১ জনের আইনজীবী ফাহমি মঈন জানান, মানবিক কারণে মঙ্গলবার তাদেরকে বিমানে করে কুয়ালালামপুর থেকে তুরস্কে পাঠানো হয়েছে। আমাদের আবেদনের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের চেম্বার তাদের বিরুদ্ধে চার্জ প্রত্যাহার করেছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here