চিলিতে ভূমিধসে নিহত ৫

0
323

খবরর৭১: চিলির দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত গ্রাম ভিলা সান্তা লুসিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, টানা ভারী বর্ষণে ভূমিধসের পর ওই এলাকায় অবস্থানরত কয়েক হাজার মানুষ আটকা পড়েছেন। আটকাপড়া লোকজনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চলছে। বিদ্যুৎ না থাকায় পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাটি।

নিহতদের মধ্যে চারজন চিলির নাগরিক ও একজন পর্যটক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের আগে ২৪ ঘণ্টা ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, চিলির প্রেসিডেন্ট মিশেল বাশেলেত ভূমিধসের পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেছেন, ‘ভূমিধসে আটকে পড়া লোকজনকে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নিতে উদ্ধারকর্মীদের নির্দেশ দিয়েছি।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here