চিলমারী নৌ বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ

0
278

খবর৭১:চিলমারী (কুড়িগ্রাম প্রতিনিধি)ঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দর পরিদর্শন করেছেন।
শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি সড়ক পথে চিলমারী নৌ ঘাটে পৌঁছেন। পরে তিনি নৌবন্দর নির্মাণ কাজ পরিদর্শনসহ নির্মিতব্য নৌবন্দরের ভিডিও ক্লিপ দেখেন। এ সময় তার সাথে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, বিআইডাব্লিউটিএ‘র পরিচালক (বন্দর) শফিকুল হকসহ বিআইডাব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধামন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, আগামী ১ মাসের মধ্যে চিলমারী নদী বন্দরের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তিনি তা বাস্তবায়ন করেন। 
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here