চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব পালন

0
344

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামে চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাঙালির বর্ষবরণ ও পহেলা বৈশাখ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে আটটায় চিলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃথকভাবে উৎসব পালন করে। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ রাজু সরকার ও সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবের পাশাপাশি দোকানে দোকানে হালখাতা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঘুড়ি উৎসবে মেতে ওঠে সকল শ্রেণি পেশার মানুষ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here