চিলমারীতে আইন সহায়তা কেন্দ্রের সহযোগিতায় ভোক্তা অধিকার গ্রাহক সেবা ফিরে পেল এনামুল হক আনছারী

0
333

আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম চিলমারীতে আন্তজাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র আসক এর সহযোগিতায় এনামুল হক আনছারী ভোক্তা অধিকার সেবা থেকে বঞ্চিত গ্রাহক সেবা ফিরে পেয়েছে।
বুধবার চিলমারী উপজেলা পরিষদ মোড়ে আইন সহায়তা কেন্দ্র আসক এর নিজস্ব কার্যালয়ে মো: শাহ আলম মন্ডলের সভাপতিত্বে এক সালিশের মাধ্যমে ভোক্তা অধিকার গ্রাহক সেবা ফিরে পায়। এনামুল হক গাবেরতল গ্রামের মৃত জহির উদ্দিন আনছারির পুত্র। এনামুল হক জানান, গত ২২ ডিসেম্বর আমার সহধর্মিনী গুর“তর অসুস্থ্য হলে তাকে সারা হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিসক আমাকে দ্র“ত কিছু ঔষুধ সামগ্রী নিয়ে আসতে বলায় আমি হৃদি মেডিকেল স্টোরে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষুধ চাওয়ায় ফার্মেসী মালিক মোঃ ওয়াজেদুল হাসান রেজা আমার কাছে ঔষুধ বিক্রি করতে অনীহা প্রকাশ করে। আমি তাকে অনুরোধ করলে তিনি আমাকে কটুক্তি ¯^ত্তেও বলেন। আমার কাছে সকল ঔষুধ আছে কিন্তু আপনার কাছে ঔষধ বিক্রি করতে আমি বাধ্য নই। এমতাবস্থায় আমি নির“পায় হয়ে অন্য ফার্মেসীতে যাই এবং ওষুধ সংগ্রহ করি। পরে চিলমারী আইন সহায়তা কেন্দ্রে লিখিত অভিযোগ করলে তাদের মাধ্যমে আমি ভোক্তা অধিকার সেবা ফিরে পাই। হৃদি মেডিকেল স্টোর এর মালিক ওয়াজেদুল হাসান রেজা তার ভুল বুঝতে পেরে ¶মা প্রার্থনা করে এবং সকলকে সব ধরনের সেবা দেয়ার আশ^াস দেন। এসময় চিলমারী আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here