চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন অ্যালিসন ও তাসুকু

0
260

খবর ৭১: মরণঘাতি ক্যান্সারের চিকিৎসা নিয়ে সফল গবেষণার স্বীকৃতিস্বরূপ চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের দুই বিজ্ঞানী। তারা হলেন- জেমস পি অ্যালিসন ও তাসুকু হোনজো।

স্থানীয় সময় সোমবার (১ অক্টোবর) সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

যুগ্মভাবে পুরস্কৃত হওয়ায় নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই বিজ্ঞানী সমানভাবে ভাগ করে নেবেন।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে জেমস পি অ্যালিসন ও তাসুকু হোনজো হাতে পুরস্কার তুলে দেবে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

যৌন কেলেঙ্কারি ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগের ঘটনার প্রেক্ষিতে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করা হয়েছে। বলা হয়েছে আগামী বছর একসঙ্গে এই ক্যাটাগরিতে দুজনকে পুরস্কৃত করা হবে।

এদিকে আগামীকল মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তিতে এ বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে এ বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ৮ অক্টোবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here