চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সুমন

0
209

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রোগাক্রান্ত সুমন আহমদ (১৮)। টাকার অভাবে উন্নত চিকিৎসা দিতে না পেরে অবশেষে সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের বেড থেকে তার ঠাঁই হয়েছে নিজ বাড়ির খাটে। সুমন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের দিনমজুর নুর আহমদের পুত্র। জানা গেছে, ২০১৭সালের শুরুর দিকে হঠাৎ এপেন্ডিসাইটিসে আক্রান্ত হয় সুমন। এরপর ঋণ করে প্রায় ৪০হাজার টাকা খরচ করে সুস্থ করা হয় তাকে। এর কয়েকমাসের মধ্যেই সুমন ব্রেন স্টোক করে। ফের ঋণ করে তাকে সুস্থ করে তোলেন তার দিনমজুর পিতা। কিছুদিন যেতে না যেতেই সুমন আবারো অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিতে হবে। তাকে সুস্থ’ করে তোলতে লাগবে কমপক্ষে লক্ষাধিক টাকা। সুমনের পিতা দিনমজুর নুর আহমদ জানান, দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত হওয়া সুমনের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তিনি এখন সহায়-সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন। দু’বেলা এখন তাদের মুখে খাবারও জোটছে না। তিনি জানান, বর্তমানে সুমনের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। দ্রুত চিকিৎসা দেয়া না হলে সে মারা যেতে পারে। ডাক্তাররা জানিয়েছেন, তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিতে হবে। এরজন্য প্রতি দিন ৩০হাজার টাকা করে ব্যয় হবে। সহায়-সম্বলহীন দিনমজুর নুর আহমদ অসুস্থ সুমনের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করতে পারেননি বলে তাকে বাড়িতে নিয়ে এসেছেন। অর্থের অভাবে মৃত্যু পথযাত্রী সুমনকে সুস্থ’ করে তোলতে দিনমজুর নুর আহমদ স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ সমাজের সকল বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন করেছেন। সহযোগিতার জন্য যোগাযোগ মোবাইল- ০১৭৬০২১৩৭৯২।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here