চিকিৎসার অভাবে ইসরায়েলের কারাগারে এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু

0
299

খবর৭১:চিকিৎসার অভাবে ইসরায়েলের কারাগারে এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। শনিবার নাবলুসের হোসেইন হাসানি আতাউল্লাহর ইসরায়েলের কারাগারে বন্দি অবস্থাতেই মৃত্যু হয় বলে জানা গেছে।

আতাউল্লাহ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়নি এবং তার কোনো চিকিৎসার ব্যবস্থাও করেনি।

ইসরায়েলের বন্দি বিষয়ক এক আইনের কারণে তাকে উপযুক্ত চিকিৎসা সেবা দেয়নি তেলআবিব। এ অবস্থায় শনিবার আতাউল্লাহর ইসরায়েলি কারাগারে মৃত্যু হয়।

বর্তমানে ইসরায়েলি কারাগারগুলোতে প্রায় সাত হাজার ফিলিস্তিনি আটক রয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিনি বন্দিদের অন্যতম আইনজীবী ইউসুফ নাসাসারা কিছুদিন আগে আতাউল্লাহর শারিরীক অবস্থা জানিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা করাতে কিংবা তাকে মুক্তি দিতে রাজি হয়নি।

নাবলুস শহরের অধিবাসী আতাউল্লাহ ছয় সন্তানের জনক ছিলেন। ইসরাইলের একটি আদালত তাকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছিল।

এরমধ্যে ২১ বছর তিনি দখলদার ইসরায়েলের জেলখানায় পার করেছেন।
শুধু এই একজনই নয়, ফিলিস্তিনি বন্দিদের তথ্যকেন্দ্র জানিয়েছে, ইসরায়েলি কারাগারে আটক ১৮৫ অসুস্থ ফিলিস্তিনি বন্দির অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here