চার দিনের সফরে সৌদি আরব গেলেন নৌ-প্রধান

0
320

খবর৭১:নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বুধবার চার দিনের সরকারি সফরে সৗদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নৌপ্রধানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

আঃন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে নৌ-প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল আব্দুর রহমান বিন সালেহ আল বুনিয়ান, রয়েল সৌদি নেভাল ফোর্সের কমান্ডার ভাইস এডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গুফাইলি এবং সৌদি নেভাল ফোর্সের ওয়েস্টার্ন ফ্লিটের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ সময় নৌপ্রধান তাদের সাথে দ্বিপক্ষীয় সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তাছাড়া তিনি সৌদি নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা পরিদর্শন করবেন।

নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ও তিনজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে তিনি আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here