চাপাইনবাবগঞ্জের-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবি

0
524

জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে অবস্থান  কর্মসুচী ও সাংবাদিক সম্মেলন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় নাচোল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। আ’লীগনেতা আবুরেজা মোস্তফা কামাল শামীম এর সভাপতিত্বে অবস্থান কর্মসুচী ও গণস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আল আহম্মেদ শহীদ জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাচোল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন্দ্র নাথ মাহাতো, নাচোল উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মামুন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম,আ’লীগ নেতা খোকনসহ স্থানীয় আওয়ামীলীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পূণঃবিবেচনার দাবীতে সংবাদ সম্মেলন করেছে নির্বাচনী এলাকার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় রহনপুর কলোনী মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমেদ আনোয়ার আল শহীদ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনসারুল হক ও সাধারণ সম্পাদক এরফান আলী হক চুটু, পার্বতীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার আলী খান ও সাধারণ সম্পাদক এমরান আলী সরদার, রহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজ্জাম্মেল হক মামুন ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী, বাঙ্গাবাড়ীইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা.সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মোমেন টুটুল, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,গোমস্তাপুর উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামসুন্নাহার ও সম্পাদিকা মিলিয়ারা বেগম, উপজেলা মহিলা যুবলীগের সম্পাদিকা আইরিন বেগম প্রমূখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসকে পুণরায় দলীয় মনোনয়ন দিতে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের সুপারিশ সম্বলিত পত্র কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রদান করা হলেও বিতর্কিত ব্যক্তি সাবেক সংসদ জিয়াউর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী সাবেক এমপি মুহা: জিয়াউর রহমানকে নৌকার টিকেট দেওয়ায় বর্তমান সাংসদ ও দলীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।তৃনমূল নেতাকর্মীদের সুপারিশ বিবেচনা করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন প্রদানের জন্য কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here