চলে গেলেন মাগুরার প্রবীণ শিক্ষক কমরেড গোলাম খবির

0
208

স্বপন বিশ্বাসমাগুরা প্রতিনিধি: মাগুরার প্রবীণ শিক্ষক ও কমিউনিস্ট নেতা কমরেড গোলাম খবির শনিবার সকালে মাগুরা সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৪পুত্র ২ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানান- আজ সকালে সদরের রামনগর গ্রামে নিজ বাড়িতে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মাগুরা জেলা শাখার সাবেক সভাপতি ও আজীবন সদস্য ছিলেন। প্রবীণ এ কমিউনিস্ট নেতা ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাঙ্গালীর মুক্তি সংগ্রামের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি পার্শ্ববর্তী হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৪০ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মাগুরার বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here