চকবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চেয়ে রিট

0
322

খবর৭১ঃপুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

জনস্বার্থে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।

রিটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া কেমিক্যালের সব গোডাউন সরানো এবং ভবন ভেঙে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ৪১ জন। গুরুতর আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here