চকবাজারে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা

0
225

খবর ৭১ঃ পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাতের ১৫ ঘণ্টা পর আগুন নিভিয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

এর আগে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। এর মধ্যে ৬৭ লাশ ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরাও একই হিসাব দিয়েছেন। তবে তারা বলছেন কয়েকটি লাশ খণ্ড খণ্ড হয়ে যাওয়ায় লাশের সংখ্যা ৭৮টি বলা হচ্ছে।

একটি সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর পর লাশগুলোর ময়না তদন্ত শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২৮ জনের লাশ শনাক্ত হয়েছে।

এছাড়া কিছু মরদেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় অনেককে শনাক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। তিনি জানিয়েছেন, এসব মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here