ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে টিফিন বাটি বিতরণ

0
423

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে তৃতীয় শ্রেণী থেকে প ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে টিফিন বাটি বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী। গতকাল মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের আমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাশমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংড়া ইউনিয়নের সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবিরেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়াঘাট পৌরসভার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ টিফিন বাটি বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রসিনা সরেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই মন্ডল। অন্যান্যদের মধ্যে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বৈদড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক রেশন মন্ডল, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, শেখালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিতাই চন্দ্র সরকার, প্রধান শিক্ষিকা রিক্তা রানী সরকার, আবিরেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিতা রানী সরকার, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জয়নাল উদ্দিন, প্রধান শিক্ষক এনামুল হক, লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষিকা মোছাঃ রওশনারা, নুরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর কাদের মন্ডল, সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, সাহেবগঞ্জ চম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা বেগম প্রমুখ। ২০১৪ সালে ঘোড়াঘাট উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে প ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে টিফিনবাটি বিতরণের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে ১১টি, দ্বিতীয় পর্যায়ে ১৩টি ও তৃতীয় পর্যায়ে ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু করার লক্ষ্য নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ টিফিনবাটি বিতরণ করা হচেছ।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here