ঘোড়াঘাটে বিরোধীয় জমিতে ঘর নির্মানকে কেন্দ্র করে উভয় পক্ষে উত্তেজনা

0
399

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর ঘোড়াঘাটে বিরোধীয় জমিতে ঘর নির্মানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ঘোড়াঘাট উপজেলার পুড়ইল মৌজার ডুগডুগীহাট সংলগ্ন ৩৪ ও ৩৮ খতিয়ান ভুক্ত ১১১৭ নং দাগে ২ একর ৫৪ শতক জমি নিয়ে জেলার হাকিমপুর উপজেলার নিখিরা গ্রামের আবু বক্কর সিদ্দিক গংদের সঙ্গে ঘোড়াঘাট উপজেলার পুড়ইল মোল্লাভাগ) গ্রামের মকবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত আবু বক্কর সিদ্দিক গংরা গত ১০/০১/১৮ইং তারিখে মকবুল হোসেন গংদের বিরুদ্ধে দিনাজপুর ঘোড়াঘাট সহকারী জজ আদালতে ১টি মামলা দায়ের করেন। যার মাললা নং ৩/২০১৮ অন্য, তারিখ ১০/০১/২০১৮ইং । আবু বক্কর সিদ্দিক গংরা গত ২১ জানুয়ারী গভীর রাতে উক্ত বিরোধীয় জমিতে বাঁশের খুঁটি ও টিনের বেড়া দিয়ে অস্থায়ী ২টি ঘর নির্মান করে বসবাস করছে। অপর পক্ষে মকবুল গংএর পুত্র মোফাজ্জল হোসেন বাদী হয়ে গত ২২-জানুয়ারী ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১টি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি নির্বাহী অফিসার ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পুলিশ ২৩ জানুয়ারী ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষক্ষে শান্ত থাকার জন্য বলেন ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here