ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
229

মোফাজ্জল হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তৃতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণী ও ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোর সমাবেশ ও র‌্যালী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জীবনী বিষয়ে আলোচনা সভা এবং মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা করা হয়।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here