ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে মারপিটের অভিযোগ

0
209

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ আনজুয়ারা বেগম আলো কর্তৃক একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা রওশন আরা কে মারপিট করায় অভিযোগ উঠেছে। মারপিটের অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে সহকারী শিক্ষিকা রওশন আরা।
অভিযোগ সূত্রে জানা গেছে গত রবিবার নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রওশন আরা মোবাইল ফোনে কথা বলতে বলতে স্কুলে প্রবেশ করে। বিষয়টি ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আনজুয়ারা আলো দেখে ক্ষিপ্ত হয়।
পরে এক পর্যায়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এতে প্রধান শিক্ষিকা আনজুয়ারা বেগম আলো রেগে গিয়ে রওশন আরাকে মারপিট করে এবং তার ব্যবহৃত চশমা ভেঙ্গে ফেলে, মোবাইল ফোন কেড়ে নেয়।
এ বিষয়ে রওশন আরা জানান, প্রধান শিক্ষিকা আনজুয়ারা আলো কোন কারণ ছাড়াই স্কুলের ছাত্র/ ছাত্রী সামনে আমাকে মারপিট করে। শুধু তাই নয় তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ২জন সহকারী শিক্ষক অন্য বিদ্যালয়ে বদলী নিয়েছে। তিনি অহেতু সহকারী শিক্ষক/ শিক্ষিকাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় জানান, মারপিটের বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here