ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের ট্রান্স ফরমার পোলের নীচে দোকান ঘর নির্মাণের অভিযোগ

0
311

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাটের পল্লী বিদ্যুৎ ট্রান্সফরমার পোলের নীচে দোকান ঘর নির্মাণের অভিযোগ করেছেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মিজানুর রহমান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, চাটশাল গ্রামের মৃত, তোফাজ্জল হোসেনের পুত্র ময়নুল ইসলাম, একই গ্রামের নুরুল ইসলামের পুত্র মিনহাজুল ইসলাম বাবু এ পাকা দোকান ঘর নির্মাণ করেছেন। ডিজিএম তার অভিযোগে বলেন, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী বাজার সংলগ্ন একটি বৈদ্যুতিক উপকেন্দ্র রয়েছে। উপকেন্দ্রের আওতাধীন পোল নং- ডুগ-০১-০৬ এ স্থাপিত ৩৭.৫ কেভিএ ট্রান্সফরমারের নীচে তারা দোকান ঘর নির্মাণ করেছেন। ফলে এ ট্রান্সফরমারের কোন কারনে বিনষ্ট হলে রক্ষনাবেক্ষন করা সম্ভব হবে না। তাছাড়া ট্রান্সফরমার ব্যাংক এর নিচে ঘর নির্মাণ করা খুবই ঝুকিপূর্ণ। যে কোন সময়ে ব্যাংক পোলে সর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে মারাত্মক বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। তৎসঙ্গে সমস্ত হাটের দোকান-পাট সহ মানুষের প্রাণহানীও ঘটতে পারে। তিনি ট্রান্সফরমারটির নীচ থেকে দোকান ঘর অন্যত্র সরানোর জন্য চিঠি ইস্যু করেন। যার স্বারক নং- ২৭.১২.২৭৪৩.৫২০.৫০০-১১.১৮.৬৩৭ তাং- ২৪ সে সেপ্টম্বর ২০১৮ খিঃ। গত ২৪ সেপ্টেম্বর এ চিঠি প্রদান করা হলে ১২ দিন অতিবাহিত হয়ে যায়। এরপরও তারা কোন কিছুর তওয়াক্কা না করে বা দোকান ঘর না সরিয়ে বরং রাতারাতি আরও পাকাপোক্ত করে দোকান ঘর নির্মাণ করছেন। ডিজিএম মিজানুর রহমান জানান, এ ব্যাপারে জেনারেল ম্যানেজার বিপবিস-২, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ঘোড়াঘাট থানা, বাজার কমিটির সভাপতি, ইজারাদার ডুগডুগীহাট ও এজিএম (ওএন্ডএম) রাঃজোঃঅঃ দিপবিস-২- কে অনুলিপি প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কর্মকান্ডে বাঁধাগ্রস্ত করা হলেও এ পর্যন্ত কেউ এ বিষয়ে সহযোগিতার হাত বাড়াইনি। অভিযোগের সত্যতা ডিজিএম মিজানুর রহমান স্বীকার করেছেন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here