গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে শেষ দিনের গণশুনানি চলছে

0
484

খবর ৭১: গ্যাসের নতুন মূল্য নির্ধারণে চতুর্থ ও শেষ দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে প্রস্তাব করা নতুন মূল্যহারের উপর শুনানি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করে বিইআরসি।

বিকেলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্ণফুলি মূলত চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ করে থাকে।

এলএনজি আমদানি, প্রাতিষ্ঠানিক ব্যয় এবং অবকাঠামো ব্যয়সহ নানাবিধ ব্যয় দেখিয়ে কোম্পানিটি মূল্য বৃদ্ধির প্রস্তাব রাখে। তারা সার কারখানায় সর্বোচ্চ ২১১ শতাংশ মূল্য বৃদ্ধির প্রস্তাব করে। তবে শুনানিতে উপস্থিত সাধারণ ভোক্তারা সামগ্রিকভাবে গ্যাসের মূল বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here