গ্যাসের দাম বাড়ানোর ‘পাঁয়তারা’ বন্ধের দাবি

0
250

খবর৭১ঃ গ্যাসের দাম বাড়ানোর ‘পাঁয়তারা’ ব‌ন্ধের দা‌বি জা‌নি‌য়ে‌ছে বাম গণতান্ত্রিক জোট ।

শুক্রবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সূত্রাপুরের বাহাদুরশাহ পার্ক এর সামনে বাম গণতান্ত্রিক জোট, ঢাকা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তারা এ দা‌বি জানায়।

সমাবেশে বক্তারা বলেন, ‘অধিকাংশ স্থানে দিনের বেলা চুলায় গ্যাস থাকে না, মিটারবিহীন চুলায় গ্রাহকরা কম গ্যাস ব্যবহার করে বেশি দাম দিচ্ছে। আর সারাদেশে সাধারণ মানুষ বেশি দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছে।’

নেতৃবৃন্দরা গ্যাসের দাম বাড়ানোর গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

গ্যাসের দাম বাড়ানোর ‘পাঁয়তারার’ প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ঢাকা শাখার উদ্যোগে আগামীকাল শ‌নিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় হাতিরপুল বাজার থেকে পান্থপথ ও মিরপুর-১০ গোলচত্তরে বিক্ষোভ ও মিরপুর-১৩ কাফরুল পর্যন্ত লিফলেট বিতরণ- সমাবেশ অনুষ্ঠিত হবে ব‌লে সমা‌বে‌শে ঘোষণা করা হয়।

সমা‌বেশ শে‌ষে তারা বাংলাবাজার, লালকুটির ও সদরঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিরতণ করে।

বাম জোটের ঢাকা মহানগর শাখার সমন্বয়ক ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন আবু তাহের বকুল, আলিফ দেওয়ান, এ্যাডভোকেট বিমল চন্দ্র সাহা, উত্তর কুমার ও জুলফিকার আলী প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here