গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

0
530

খবর৭১:আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ দিনব্যাপি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা কেন্দ্রের উদ্যোগে ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ছাতিয়ানচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার শুরু হয়। সোমবার থেকে শুরু হয়ে এই মেডিকেল ক্যাম্প চলবে আগামী শনিবার (০৭ জুলাই) পর্যন্ত।
জিওসি সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান এসবিপি, এসইউপি, এনডিসি, পিএসসি-এর নির্দেশে ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স বগুড়া সেনানিবাসের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রহমানের নেতৃত্বে এই ক্যাম্প পরিচালিত হচ্ছে।
গ্রীস্ম কালীন প্রশিক্ষণ-১৮ এর পাশাপাশি এলাকার মানুষের মাঝে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এই ক্যাম্পে সেনাবাহিনীর চৌকষ স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসাসেবা প্রদান করছেন। এদিকে সেনাবাহিনীর আয়োজনে হাতের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সাধারন মানুষ ভিষন খুশী।
উদ্বোধনী দিনে মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর মোহাম্মদ নেছার উদ্দিন আহম্মেদ, ক্যাপ্টেন মো. ফারুক আহম্মেদ ও ক্যাপ্টেন এসএম আশিকুজ্জামান প্রমুখ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here