গোপালগঞ্জে ৫১ জনের পরীক্ষা রাতে

0
294

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাতে এসএসসি পরীক্ষা দিচ্ছে খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫১ শিক্ষার্থী। এরা সবাই মুকসুদপুর উপজেলার কেলগমুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
তাদের ধর্মীয় বিধানমতে, শনিবার দিনের বেলায় তাদের কোনো ধরনের লেখা নিষিদ্ধ। যে কারণে ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেওয়া হবে।
অন্য পরীক্ষার্থীদের সঙ্গে ৫১ জন সকাল ৯টার আগে কেন্দ্রে প্রবেশ করেছে। কেন্দ্রের নির্দিষ্ট কক্ষে তাদের রাখা হয়েছে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে। ২০১৯ সালের এসএসসি পরীক্ষার চারটি শনিবারে পড়ায় এ সব পরীক্ষার্থী ওই চারটি পরীক্ষা রাতে দেবে।
জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা জানান, ঢাকা বোর্ডের নির্দেশে তারা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছেন। ওই ৫১ পরীক্ষার্থীকে সকাল ৯টার আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে বাইরে বের হতে পারবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here