গোপালগঞ্জে ২০ ও ২১ জুলাই সাংস্কৃতিক উৎসব শুরু

0
303

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। আগামী ২০ ও ২১ জুলাই গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। ২০ জুলাই আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, একক আবৃত্তি এবং ২১ জুলাই পল্লীগীতি, লালনগীতি, মুর্শিদী, জারি, সারি, কবিগান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের প্রশংসাপত্র দেওয়া হবে।
এ ছাড়া ওই দিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এসব অনুষ্ঠানের ফাঁকে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হবে। এ উপলক্ষে গোপালগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহেল বাকী, সহকারী পুলিশ সুপার মো: মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাম্মি আক্তার, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো: মঈন আহম্মেদ, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here